বিশ্বের সবচাইতে সুন্দর 20টা সুন্দর পাখি সম্পর্কে আলোচনা


এই পৃথিবীতে অসংখ্য পাকপাখালী রয়েছে। এরা খুবই বিচিত্রময় এরা সবগুলোই যে সুন্দর আবার সবগুলোই যে সুন্দর না এটা বলা সম্ভব না। অর্থাৎ এগুলো কতটা যে সুন্দর এটা সম্পর্কে আমাদের জন্য বিচার করা মুশকিল। তারপরও আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব বিশ্বের সবচাইতে 20 সুন্দর পাখি সম্পর্কে।পৃথিবীতে নানান ধরনের পাখি রয়েছে কোন পাখির এরকম আছে যে গায়ের রং খুবই সুন্দর চোখ গুলো দেখতে খুব সুন্দর ঠোঁটও খুব সুন্দর। কোন পাখি মাথায় ঝুঁটি থাকার কারণে দেখতে সুন্দর। কোরো পাখি  পাকনার জন্য দেখতে সুন্দর হয়ে থাকে।



এমনও পাখি রয়েছে যারা মানুষের মতো স্বভাবে মানুষের মতো কথা বলতে পারে তাদের চালচলন  মানুষের মত হয়ে থাকে। এককথায় পাখিরা অনেক সুন্দর এবং নানান ধরনের হয়ে থাকে। আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো বিশ্বের সবচেয়ে 20 সুন্দর পাখি সম্পর্কে। জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত এই পোস্ট জুড়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ।

পোস্ট সূচিপত্র

ভূমিকা 

প্রিয় পাঠক, পৃথিবীতে এমন কোন মানুষ নাই যা পাখি পছন্দ করে না। আমাদের এই পৃথিবীতে এমনও পাখি আছে যে সমস্ত পাখিগুলো তার অঙ্গভঙ্গি চলন বলন দিয়ে মানুষকে মুগ্ধ করে। আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো বিশ্বের  সবচাইতে সুন্দর 20 পাখির সম্পর্কে। 

বিশ্বে কয় জাতের পাখি  আছে

চলুন তাহলে বিশ্বের সবচাইতে সুন্দর 20 পাখি সম্পর্কে জানার আগে আমরা জানবো বিশ্বে কয় প্রজাতির পাখি বসবাস করে সে সম্পর্কে। ছোট বড় সবকিছু মিলিয়ে এই পৃথিবীতে প্রায় পাখি রয়েছে এগারো হাজার। নতুন এক গবেষণায় তথ্য মিলেছে ২০ হাজার প্রজাতির পাখি পৃথিবীতে আছে পৃথিবীতে বসবাস করে। 

বিশ্বে ছোট  পাখি কতগুলো

আসুন আমরা এই পোষ্টের মাধ্যমে জেনে নেই বিশ্বের ছোট পাখি কতগুলো রয়েছে। এ বিশ্বে ছোট পাখি প্রায়ই আনুমানিক গবেষণা অনুযায়ী যদিও পুরোপুরিভাবে শিওর না হলেও ধরা যায় যে প্রায় ৯ হাজার ৭০০ প্রজাতির পাখি রয়েছে এগুলো ছোট পাখি। এই ছোট পাখিগুলো অনেক বিচিত্রময় সুন্দর এদের কিচিমিচি শব্দ খুবই ভালো লাগে। 

বিশ্বে কত জাতের পাখি উড়তে পারে

আসুন আমরা এই পোষ্টের মাধ্যমে জেনে নেই পৃথিবীতে কত জাতের পাখি উড়তে পারে। পৃথিবীতে যতগুলো পাখি আছে এর মধ্যে প্রায় সবগুলো পাখি উড়তে পারে। মোটামুটি ৯৯ পার্সেন্ট পাখি উড়তে পারে বাকি এক পারসেন্ট উড়তে পারে না। এই পাখিগুলো বংশগতভাবে উঠতে পারে না কারণ তাদের পূর্বপুরুষরাও করতে পারে না তবে এদের দৌড়ানোর ক্ষমতা অনেক এবং অনেক শক্তিশালী বা এদের রয়েছে। উঠতে পারে না এরকম দুই একটা পাখির নাম বললে বুঝতে পারবেন যেমন উটপাখি পেঙ্গুইন এরকম আরো কয়েকটা পাখি রয়েছে যারা উড়তে পারেনা। 

পৃথিবীতে কয় ধরনের পাখি কথা বলতে পারে

 আসুন আমরা এই পোষ্টের মাধ্যমে জেনে নেই পৃথিবীতে কয় ধরনের  পাখি কথা বলতে পারে সে সম্পর্কে। পৃথিবীতে যে পাখিগুলো কথা বলতে পারে এরা কথা বলার ভঙ্গি একদম মানুষের মত। এ সমস্ত পাখিরা মানুষের মত কথা বলতে পারে এবং মানুষের ভাষাকে নকল করে সেভাবে বলতে পারে। কথা বলতে পারা পাখি পৃথিবীতে প্রায় নয় প্রজাতির রয়েছে।

যেমন.

  • তোতা পাখি
  •  টিয়া পাখি
  •  ময়না পাখি 
  • শালিক পাখি 
  • অস্ট্রেলিয়ার ম্যাগপাই পাখি 
  • সিম সিস্টেম পাখি
  • করভিড পাখি 
  • বোভার বাড
  • লাইরবাড
  • সাইরিংস বার্ড

বাংলাদেশের সুন্দর পাখি

বাংলাদেশে অসংখ্য সুন্দর পাখি বসবাস করে এগুলোর মধ্যে সুন্দর পাখিগুলো  সম্পর্কে আলোচনা করব এই পোস্টে আমরা শুধু বাংলাদেশের সুন্দর পাখিগুলোর নাম উল্লেখ কর। সুন্দর পাখিগুলোর মধ্যে প্রথম যে নামটা আসে সেটা হচ্ছে আমাদের জাতীয় পাখি আমরা সবাই চিনি সেই পাখিটির নাম হচ্ছে,

  • দোয়েল পাখি
  • মৌটুসী পাখি
  • কোকিল পাখি
  • কমলা বউ পাখি
  • পাকড়া ধনেশ 

বাংলাদেশী প্রায় ৬৬০ প্রজাতির পাখি বসবাস করে পাওয়া যায় আমরা স্বাভাবিকভাবে এখানে কয়েকটি পাখির সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে শুধু বাংলাদেশ নয় বিশ্বের সব জায়গাতে পাখি রয়েছে এবং এ সমস্ত পাখির নিজস্ব সৌন্দর্য রয়েছে। এজন্য বিবেচনা করা মুশকিল যে কোন পাখিগুলো সবচাইতে সুন্দর।

বিশ্বের দশটি সুন্দর পাখি

চলুন তাহলে এই প্রশ্নের মাধ্যমে আমরা জেনে নেই বিশ্বের ১০ টি সুন্দর পাখি সম্পর্কে। আমাদের এই পৃথিবীতে এত সুন্দর সুন্দর চোখ ধাঁধানো মনোমুগ্ধকর কাছে রয়েছে। যেগুলো সৌন্দর্য বলে শেষ করা যাবে না প্রত্যেকটা পাখির নিজস্ব সৌন্দর্য রয়েছে। এজন্য তাদের সৌন্দর্য শ্রেণীবিন্যাস করা মুশকিল তা সত্ত্বেও আমরা এই প্রশ্নের মাধ্যমে  বিশ্বের ১০ টি সুন্দর পাখির সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি অবশ্যই আপনারা এই পোস্টটি  মনোযোগ সহকারে পড়বে।

সোনালী মথুরা

এ পাখিটি সুন্দর চমৎকার রঙিন পাখনা বিশিষ্ট। সোনালি মথুরা পাখিটি তার রঙিন পাখার জন্যই পরিচিত বিখ্যাত। এই পাখিটির শরীরে বেশ কয়েকটি কালার আবৃত রয়েছে। যে রং গুলোর জন্য তাকে চমৎকার লাগে ।এই পাখিটির শরীরে লাল কালো সোনালী এবং হলুদ রঙের আবৃত। এর মাথায় সোনালি রঙের একটি ঝুটি  রয়েছে। তুই পাখি নর-মাদা দুটোই রয়েছে তবে মাদা পাখির চাইতে নরপাখি বেশি সুন্দর।

ময়ূর পাখি

ময়ূর পাখি অদ্ভুত সুন্দর পাখি।গবেষণামতে ময়ূর তিন ধরনের হয়ে থাকে একটি হলেও দেশি ময়ূর বা ভারতীয় ময়ূর,বঙ্গ বা সবুজ ময়ূর।ময়ূর পাখি পাখি জাতির মধ্যে সবচাইতে সুন্দর ধরা হয়। এদের উচ্চতা৫ ফুট পর্যন্ত বেঁচে থাকে।ময়ূর উড়ন্ত পাখিগুলোর মধ্যে একটি।ময়ূরের রঙিন  লেজ যখন ছড়ায় তখন আলাদা একটা সুন্দর মনে হয়। দেখলে এমন মনে হয় যে অন্তরটা খুশিতে ভরে যায় প্রশান্তি লাগে চোখ জুড়িয়ে যায়।

ফ্লেমিংগো পাখি 

অদ্ভুত সুন্দর এই পাখিগুলো এন্টার্কটিকা মহাসাগর ব্যতীত অন্য সকল মহাসাগরে খোঁজ মিলে দেখতে পাওয়া যায়। পায়ে হাঁটা যত পাখি আছে সব পাখির চাইতে এরা বেশি হাটে। নিজের গায়ের রং লাল বেগুনি কালার আর এই কালারের জন্য অন্যান্য পাখিদের তুলনায় তারা আলাদা একটা নাম পেয়েছি। গোটা বিশ্বে এ পাখি ভিন্ন ভিন্ন ছয় জাতের হয়ে থাকে

একটা প্রাপ্তবয়স্ক ফ্লেমিংগো পাখি সাড়ে চার পাঁচ ফিট লম্বা হয়ে থাকে এবং এদের ওজন সাড়ে তিন চার কেজি ওজন হয়ে থাকে এদের গলা লম্বা এরা মাছ শিকার করে খায় ।  এই পাখির পা দীর্ঘ বা লম্বা হয়ে থাকে। 

কিল বিল্ড টুকার পাখি

বিশ্বের আরেকটি সুন্দরতম পাখি কিল  বিল্ড টুকান ।এ পাখিটির সৌন্দর্য সাধারণত তার লম্বা ঠোঁটের জন্য শোভা পায়। এই পাখিটির লম্বা ঠোঁটে কয়েকটি কালার রয়েছে কালারগুলো হল ।এ পাখির ঠোঁটের রং লাল হলুদ এবং সবুজ কালারের মিশ্রণে ঠোঁটের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। পাখিটি  খুব লম্বা হয় না ৭ ইঞ্চির বেশি লম্বা হয়। ওজন বেশি হওয়ার কারণে পাখিটি বেশি উড়তে পারে না এর ওজন প্রায় তিন থেকে চার কেজি হয়।

আটলান্টিক পাথিন পাখি

এ পাখিটি অনেক সুন্দর একটি পাখি এটাকে বিশ্বের অন্যতম সুন্দর পাখিদের মধ্যে ধরা হয়। এ পাখিটিকে সামুদ্রিক পাখি বলা হয় কেন এই পাখিটি বেশি সমুদ্রে পাওয়া যায়। এই পাখিটি আকারে ছোট। এই পাখিটি অভি কল দেখতে রঙিন পেঙ্গুইন এর মত।  এরা বেশিরভাগ সমুদ্রে কাটে। এই জন্য এদেরকে বলা হয় সামুদ্রিক ততা। 

গোল্ডিয়ান ফিনস 

এই পাখিটি দেখতে চড়ুই পাখির মত একটা ১২০ থেকে ১৪০ সেন্টিমিটার হয়ে থাকে এটা ছোট আকৃতির পাখি কালারফুল এবং খুবই চমৎকার দেখতে।এই পাখির পাখনা অথবা গায়ের রংনীল সবুজ হলুদ হয়ে থাকে এবং মাথা রং হয়ে থাকে লাল কালো । এ পাখিটি সংঘবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে অর্থাৎ ঝাক ধরে থাকে। এ পাখিটি দেখা যায় অস্ট্রেলিয়াতে। 

রেনবো লুড়িকিট পাখি

বিশ্বের অন্যতম সুন্দর পাখিদের মধ্যে এই পাখিটি এই পাখিটি দেখতে চমৎকার এর গায়ের কালার খুবই মনোমুগ্ধকর। ফাঁকি দিয়ে সাইডে খুব বড় হয় না তবে একেবারে ছোট হয় না। এই পাখিকে অস্ট্রেলিয়ান তোতা বলা যায় এ পাখিটির দৈর্ঘ্য হলো ২৫ থেকে ৩০ সেন্টিমিটার। পাখিটির ওজন প্রায়ই ৭০ থেকে ১৫০ গ্রাম বাইচারটে বেশি হয়ে থাকে। এই পাখির পুরো শরীর জুড়ে সবুজ নীল এবং লাল ধরনের কালার হয়ে থাকে, মাথায় ঘন সবুজ কালার এবং ঠোঁট লাল ধরনের আমি যে লাল ধরনের কালার টা বলছি এটা হয়তো আমার অনুমানটা পুরোটা ঠিক নাও হতে পারে।

লরিভি প্যারটস

এই পাখিটি বিশ্বের অন্যতম সুন্দর পাখিদের মধ্যে একটি।এ পাখির গায়ে রংধনুর সাত রঙের মতো রঙিন দেখা যায়।। এটিকে রঙিন প্রজাপতি বা টিয়া পাখিও বলা হয়।এই পাখিটির শরীরের বিভিন্ন রকমের রং তাকে আরো সুন্দর করে তোলো একটি বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায় যেমন অস্ট্রেলিয়ার ফিলিপাইন ইন্দোনেশিয়া ।

প্যারাডাইস বাড

এই পাখিটি উপাধি হলো স্বর্গীয় পাখি এ পাখিটি বিশ্বের অন্যতম একটি সুন্দর পাখিদের মধ্যে । এ পাখিটি ভিন্ন ধরনের একটি পাখি যা দেখতে অনেক সুন্দর চমৎকার। পৃথিবীজুড়ে এ পাখির জাত পায়ে চল্লিশ থেকে 42 টি রয়েছে এবং এর ডাক খুব সুমধুর আর এই ডাকের কারণে তার নামের উপাধি হয়েছে স্বর্গীয় বাস। এই পাখিটি ইন্দোনেশিয়ায় দেখতে পাওয়া যায়। অনেকের মতে এটি সর্বশেষে আসা একটি পাখি। এই পাখির গায়ের রং মেরুন হলুদ পান্না এবং সবুজ রঙের তবে মেয়ে পাখির চাইতে পুরুষ পাখির রং আরো উজ্জ্বল ভালো। 

প্যারাডাই ট্রানেযার পাখি

এই পাখিটি বিশ্বের আরেকটি অন্যতম সুন্দর পাখিদের মধ্যে একটি খুবই সুন্দর। এ পাখিটির পাখনা রং গারো লাল এবং সবুজ কালারের যে কাটলে আরো সুন্দর এবং মোহনীয় লাগে। গাছের পাতার সঙ্গে এরা মিশে থাকে তাদের দেহ সহজে চেনা মুশকিল। 

শেষ কথা

শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আপনাদের কাছে যে বিষয়টি আলোচনা করেছি তা হলো বিশ্বের সবচাইতে দশটি সুন্দর পাখি। এখানে আমরা যেগুলো আলোচনা করেছি সেগুলো আমাদের চেষ্টাও অনুযায়ী। কারণ সারা পৃথিবীতে যতগুলো পাখি আছে এ সমস্ত পাখিদের ব্যক্তিগত সৌন্দর্য রয়েছে। এমন কোন মানুষ জানে নাই যে পাখি পছন্দ করেন না এজন্য পাখিদের সৌন্দর্য তুলে ধরা আসলেই   মুশকিল। তারপরে ওই আর্টিকেলে আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি আপনাদের যদি ভালো লেগে থাকে এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার পর অবশ্যই আপনারা যাদের পরিচিত বন্ধুবান্ধবদের কাছে এম লিখাটি শেয়ার করবেন ধন্যবাদ।


ভুল ত্রুটি হলে মাফ করবেন সবাই ভালো থাকবে আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url