বাংলাদেশের নদ নদীর সংখ্যা ও পদ্মা নদী সম্পর্কে আলোচনা
আসুন আমরা আজকে জেনে নেই বাংলাদেশের নদীর সংখ্যা ও পদ্মা নদী সম্পর্কে |এ পোস্টটিতে আমরা আপনাদেরকে জানাবো বাংলাদেশ নদীর সংখ্যা ও পদ্মা নদী সম্পর্কে কিছু কথা | জানতে হলে আপনারা
আমাদের সাথে এই পোষ্টের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং ভালোলাগার বিষয়গুলো আপনাদের আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করবেন | চলুন তাহলে জেনে নেওয়া যাক এই সম্পর্কে|
পোস্ট সূচীপত্র: বাংলাদেশের নদ-নদী সম্পর্কে আলোচনা
প্রিয় প্রিয় পাঠক ,আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের কাছে যে পোস্টটি আমরা তুলে ধরেছি
সেটা হল বাংলাদেশের নদী সংখ্যা ও পদ্মা নদী সম্পর্কে কিছু জানা-অজানা কথা নিয়ে |বাংলাদেশের নদী গুলো অনেক সুন্দর ও বিচিত্র্যময় এ সমস্ত নদী গুলো একে দেখে গ্রামের মেঠো পথ দিয়ে প্রবাহিত হয়েছে | চলুন আজকে আপনাদেরকে আমরা নদীর সংখ্যা আর পদ্মা নদীর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই আলোচনায় আপনার শেষ পর্যন্ত থাকবেন আশা করছি |
নদীমাতৃক দেশ
আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ | বাংলাদেশের ছোট-বড় অনেক নদী আছে নদীগুলো সংখ্যা প্রায় ১০০০ এর অধিক | বাংলাদেশে প্রবাহমান নদী গুলোর দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার | সব নদীগুলো মিলিয়ে প্রায় ২২ হাজার কিলোমিটারের লম্বা পথ ধরে নদীগুলো রয়েছে। বাংলাদেশের নদনদীর তালিকা নিচে উল্লেখ করা হলো ,
বাংলাদেশে বর্তমানে প্রায় ২০০ কিলোমিটারেরও বেশি নদী রয়েছে প্রায় সংখ্যা ১৪ টি | এবং ১০০ থেকে ২০০ কিলোমিটার নদী রয়েছে ৪২ টি, ৯ থেকে ৯৯ কিলোমিটারের নদী ৪৮০টির বেশি এবং ১ থেকে ১০ কিলোমিটারের নদী সংখ্যা ৩৭৫ থেকে ৩৮০ টি রয়েছে |
আমাদের বাংলাদেশে এক কিলোমিটার এর ও কম দৈর্ঘ্যের নদী রয়েছে প্রায় 40 থেকে 45টি | সবচাইতে সংখ্যায় বেশি নদী রয়েছে সুনামগঞ্জ জেলায় প্রায় ৯৭ থেকে ১০০টি |এই তালিকাটি করা হয় 2019 সালের দিকে |
আমাদের বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড পক্ষ থেকে প্রকাশিত নদীর তালিকা প্রায় 6 খন্ডে বাংলাদেশ কর্তৃক প্রকাশ করা হয়েছে |এরপর নদীর রক্ষা কমিশন ৯০৭নদীর একটা তালিকা প্রকাশিত করেন |এরপর কমিশন থেকে বলে দেওয়া হয় যে এই তালিকা নিয়ে কারো যদি কোন মতামত থাকে তাহলে কমিশনকে এই বিষয়টা মতামত জানানোর বিশেষভাবে অনুরোধ করেন | তারপর বিভিন্ন মতামত কমিশনে জমা হয় এই জমা হওয়া মতামত এবং আগের লিস্ট গুলো দেখে বুঝা গেল নদীর সংখ্যা আরও ১০০এরও বেশি বেড়েছে | এরপর নদীর সংখ্যা যোগ করে দেখা যায় প্রায়ই এক হাজার আট টি নদী তালিকাভুক্ত হয়।
পদ্মা নদী
আসুন আমরা জেনে নিই পদ্মা নদী সম্পর্কে কিছু জানা-অজানা কথা পদ্মা নদী বাংলাদেশের প্রধান নদী |নদীটি গঙ্গার প্রধান শাখা এবং বাংলাদেশের দীর্ঘতম নদী |নদীটি উৎপত্তি হয়েছে হিমালয় এবং গঙ্গা সাথে মিলেছে |
এই পদ্মা নদীটি রাজশাহী শহরের উত্তরে অবস্থিত |নদীটির দৈর্ঘ্য প্রায় ৩৬৬ কিলোমিটার এবং প্রস্থ প্রায় ১০ কিলোমিটার এবং নদীটি সপিলাকার |পদ্মা নদী একটি সৌন্দর্যপূর্ণ নদী এই এই নদীর মাধ্যমে বাংলাদেশের
জেলে সম্প্রদায় মানুষরা জীবিকা নির্বাহ করে | পদ্মা নদীতে বিভিন্ন ধরনের মাছ পায়। ছোট পিওলি থেকে শুরু করে সব ধরনের মাছ পাওয়া যায় |
মেঘনা নদী
আসুন আমরা জেনে নিই মেঘনা নদীর কিছু জানা-অজানা কথা | বাংলাদেশের কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর ও ভোলা জেলার নদী এই নদীটি দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত |এই নদীটির দৈর্ঘ্য হল ১৫৭ কিলোমিটার গড় প্রস্থ ৩৪০০ মিটার |এই নদীটি খুবই সুন্দর এবং আঁকাবাঁকা এর জলধারা মনমুগ্ধকর এবং এই নদী গুলোতে প্রচুর মাছ পাওয়া যায় যে মাছ ধরে জেলেরা জীবিকা নির্বাহ করে।
যমুনা নদী
আসুন আমরা জেনে নিই যমুনা নদী সম্পর্কে কিছু আলোচনা জানতে হলে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবে না আশা করছি। যমুনা নদী বাংলাদেশের প্রধান নদীর মধ্যে তৃতীয় শ্রেণীর একটা নদী যমুনা নদী গোয়ালদের কাছে পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে | এই নদীর পূর্ব নাম ছিল জুনায়েদ একটা ভূমিকম্পে যমুনা নদী সৃষ্টি হয় যার কারণে দুটি প্রধান জেলা আলাদা হয় সেই দুটি জেলা হলো ঢাকা এবং রাজশাহী| এই নদীর দীর্ঘ ২৪০ কিলোমিটার এবং সর্বাধিক প্রস্থ ১২০০ মিটার | এই নদীর প্রকৃতি অনেক সুন্দর বাতাসও খুব ফুরফুরা এবং এ নদীতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় মাছ ধরে বাংলাদেশের জেলেরা জীবিকা নির্বাহ করে একটা সময় মাছি বাংলাদেশের প্রধান উপার্জনের উৎস ছিল | এজন্য আমরা নদীগুলোতে বেড়াতে আসবো অবসর সময়টাকে প্রাণবন্ত করতে আসবো |
ব্রহ্মপুত্র নদী
আসুন আমরা ব্রহ্মপুত্র নদী সম্পর্কে কিছু কথা জেনে নেই জানতে হলে আমাদের সাথে পোস্টটিতে শেষ পর্যন্ত থাকবেন আশা করছি | ব্রহ্মপুত্র বাংলাদেশের প্রধান নদী গুলোর মধ্যে একটা এটি উত্তর কেন্দ্রীয় অঞ্চলে জামালপুর কিশোরগঞ্জ শেরপুর ময়মনসিংহ ও নরসিংদী জেলায় অবস্থিত | নদীটির দৈর্ঘ্য হলো ২৮৩ কিলোমিটার প্রস্থ আনুমানিক ২০০ মিটার | নদীটির পরিবেশ খুবই মুগ্ধকর আঁকাবাঁকা ঢেউ খেলানো পাল তুলা নৌকাগুলো নদীতে যখন চলে দেখতে খুব ভালো লাগে। মোটকথা বাংলাদেশের নদী গুলো অনেক সুন্দর ও প্রাকৃতিক পরিবেশের |
শেষ ভাবনা
আজকে আমরা এই পোস্ট থেকে জানতে পারলাম বাংলাদেশের ছোট বড় নদীর সংখ্যা ও চারটি প্রধান নদীর সম্পর্কে। আসুন আমরা এই পোস্টটিকে যা যা শিখলাম জানলাম আর আপনাদের ভালো লাগার বিষয়গুলো
ভালো লেগেছে তা অন্যদের কাছে বন্ধুবান্ধব আত্মীয়-স্বজনের কাছে বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাদের সাথে থাকবেন আশা করছি ধন্যবাদ। ভুল ত্রুটি হলে মাফ করবেন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url